Karnataka Flood: বন্যাপ্লাবিত কর্নাটকের কুমুদবতী নদী, গরুর গাড়ি করে পার হল কৃষক পরিবার - bullock cart in Haveri Karnataka
প্রবল বৃষ্টিতে নদী প্লাবিত ৷ তাই অগত্যা নদী পারাপারে ভরসা গরুর গাড়ি ৷ এমন ছবি ক্যামেরাবন্দি হল কর্নাটকের হাভেরিতে ৷ সেখানে একটি কৃষক পরিবারের 8 জন সদস্য চাষের কাজ করে বাড়ি ফিরছিলেন ৷ পথে মাসুরু এবং মেদুরু গ্রামের মধ্যে কুমুদবতী নদী ৷ যা পেরনো অসম্ভব ৷ তাই তাঁরা সবাই গরুর গাড়িতে বাড়ি ফিরলেন ৷ গরুর গাড়িটিও নদীতে প্রায় ডুবেই যাচ্ছিল ৷ স্থানীয়রা এভাবে নদী পার হতে নিষেধ করলেও তাতে কান দেননি তাঁরা (Farmer Family crossed overflowing Kumudvati river on a bullock cart in Haveri Karnataka) ৷