পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Yogi Copter Emergency Landing : যোগী-কপ্টারে পাখির ধাক্কা ! খুব জোর প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী - যোগী কপ্টারে পাখির ধাক্কা

By

Published : Jun 26, 2022, 12:55 PM IST

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসী থেকে লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেন হেলিকপ্টারে ৷ ওড়ার সামান্য পরেই কপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ৷ সঙ্গে সঙ্গে নামানো হয় যোগীর কপ্টারকে ৷ পরে বারাণসীর ডিএম রাজ শর্মা জানান, পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল হেলিকপ্টারের ৷ তাতেই বিপত্তি ৷ যোগীর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি নামিয়ে আনা হয় হেলিকপ্টার ৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সরকারি বিমানে লখনউ যাবেন (Emergency landing of CM Yogi helicopter in Baranasi as it hit with bird) ৷

ABOUT THE AUTHOR

...view details