পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমফান থেকে শিক্ষা নিয়ে যশের জন্য তৈরি বিদ্যুৎ দফতর, দাবি মন্ত্রীর

By

Published : May 21, 2021, 6:04 PM IST

মাত্র একবছর আগের কথা ৷ ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডব দেখেছিল বাংলা ৷ বছর কাটতে না কাটতেই গোয়াল পোড়া গোরুর মতো আবার সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী ৷ সৌজন্যে ঘূর্ণিঝড় যশ ৷ গতবার থেকে শিক্ষা নিয়ে আগে ভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য সরকার ৷ ইতিমধ্যে বিদ্যুৎ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে । ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হলে এবার দ্রুত মেরামত করা হবে । ইতিমধ্যে বিদ্যুৎ দফতরের কর্মী ও অধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ প্রত্যেক ব্লকে ছটি করে মেরামত গ্যাঙ্গ অর্থাৎ ক্ষয়ক্ষতি ঠিক করার কর্মী মোতায়েন রাখা হবে বলে ঠিক হয়েছে । আজ এমনটাই জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details