কৃষি বিলের বিরোধিতায় রাস্তায় শুয়ে অবরোধ বামেদের - bardhaman
কৃষি বিলের বিরোধিতায় পথ অবরোধ বামেদের ৷ পূর্ব বর্ধমান জেলার ভাতার এক নম্বর ও দু'নম্বর এরিয়া কমিটি আজ অবরোধ করে । বর্ধমান কাটোয়া ও বাদশাহী রাস্তায় অবরোধ করা হয়। বাম সমর্থকরা রাস্তার উপর শুয়ে প্রায় 2 ঘণ্টা অবরোধ করেন। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থানে আসে ভাতার থানার পুলিশ ৷ অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার না করলে আগামীদিনে বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন বাম সমর্থকরা । দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকায় যানজট সৃষ্টি হয়। মানুষ ভোগান্তিতে পড়েন।