Sourav Ganguly সুদূর দুর্গাপুর থেকে পায়ে হেঁটে কলকাতায় সৌরভ দর্শনে দম্পতি - সুদূর দুর্গাপুর থেকে পায়ে হেঁটে কলকাতায় সৌরভ দর্শনে দম্পতি
দুর্গাপুরে জামা কাপড়ের একটি ফ্রি বাজার রয়েছে তাঁদের ৷ সেই ফ্রি বাজারের পুরনো জামা কাপড় নষ্ট না করে যেন সবাই তাদের সেই ফ্রি বাজারে জমা করেন ৷ আর দুঃস্থরা যাতে সেই ফ্রি বাজার থেকে প্রয়োজন মতো জামা কাপড় সংগ্রহ করতে পারে ৷ তাঁদের এই মহৎ উদ্দেশ্য সারা বাংলায় ছড়িয়ে দিতে কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একনিষ্ঠ ভক্ত শুভ চক্রবর্তীর ৷ শুভর বিশ্বাস তাঁর সেই ফ্রি বাজারের বার্তা ছড়িয়ে দিতে পারেন একমাত্র তাঁর আইকন তথা রোল মডেল সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর তাই প্রিয় দাদার সঙ্গে দেখা করতে পায়ে হেঁটেই শুক্রবার সকাল 7টা নাগাদ সস্ত্রীক বেহালার বীরেন রায় রোডে পৌঁছলেন দুর্গাপুরের শুভ ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী রমা চক্রবর্তী (Durgapur Couple come to Kolkata by foot to meet Sourav Ganguly) ৷ প্রাথমিকভাবে হতাশ হতে হলেও বিকেলের দিকে এল সেই মাহেন্দ্রক্ষণ ৷ প্রিন্স অফ ক্যালকাটার সঙ্গে দেখা করে ছেলের হাতে আঁকা তাঁর পেন্সিল স্কেচ সৌরভের হাতে তুলে দেন শুভ এবং রমা ৷