পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Couples Body Found : ফের যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার বাঁকুড়ায় - প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

By

Published : Jun 5, 2022, 7:29 PM IST

রবিবার সকালে বাঁকুড়ার ছাতনার বেড়িয়াথোলের জঙ্গলের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুগলের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা (Couple Bodies Found at Chhatna Forest) ৷ স্থানীয় সূত্রে খবর, যে যুবকের মৃতদেহ ঝুলছিল তিনি ছাতনার ঝান্টিপাহাড়ির আনন্দবাজার এলাকার বাসিন্দা ৷ নাম বাপ্পা বাউরি, বয়স 19 বছর ৷ অন্যদিকে তাঁর সঙ্গে যে মেয়েটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি পার্শ্ববর্তী গ্রামেই ৷ নাম বর্ষা বাউরি, বয়স 17 ৷ পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ঠিক কী কারণে আত্মহত্যা করেছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷ মৃত বর্ষা বাউরির কাকু দশানন বাউরি বলেন "আজ সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পর গামছা নিয়ে পুকুরের দিকে যায়। আর তারপরই এই ঘটনা ৷ ছাতনা থানার পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সন্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য দু'দিন আগে এই একইরকম ঘটনা ঘটেছে ৷ বারবার এহেন ঘটনায় চিন্তায় পুলিশ প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details