"দিদির কাছে অনুরোধ চাল চুরির মতো যেন টিকা চুরি না হয়" - কোভ্যক্সিন
"কেন্দ্রের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যে কোরোনার টিকা পাঠানো হয়েছে ৷ নরেন্দ্র মোদি অনেক আগেই ঘোষণা করেছিলেন দেশের সমস্ত মানুষকে বিনামূল্যে কোরোনার প্রতিষেধক দেওয়া হবে ৷ দিদির কাছে আমার একটা অনুরোধ, চাল চুরির মতো আবার টিকা চুরি যেন না হয়।"