Pathar Pratima Accident সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড় গেল অ্যাম্বুলেন্স ! - পাথর প্রতিমা দুর্ঘটনা
সাইকেল আরোহীকে প্রাণে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল অ্যাম্বুলেন্স (Ambulance Lost Control and Fell into the Pond)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকে লক্ষ্মী জনার্দনপুরে । প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্সটিকে পুকুর থেকে উদ্ধারের জন্য তৎপর হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা বিশালক্ষ্মী নামে ওই অ্যাম্বুলেন্সটি রোগী আনতে যাওয়ার সময় রাস্তায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় । পুকুরে অ্যাম্বুলেন্স পড়ে যাওয়ার ঘটনায় ছুটে আসে স্থানীয় বাসিন্দারা । শুরু হয় উদ্ধার কাজ ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অ্যাম্বুলেন্সটি পুকুর থেকে সুরক্ষিতভাবে তোলা হয় । অ্যাম্বুলেন্সের ড্রাইভারও সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে ।