মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন : আবদুল মান্নান - মমতা বন্দ্যোপাধ্যায়
আবারও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ তিনি বলেন, "দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়েই স্বৈরাচারী হয়ে উঠেছেন । প্রধানমন্ত্রী গায়ের জোরে রাজস্থান এবং মধ্যপ্রদেশের নির্বাচিত সরকারকে অপসারণ করছেন । আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের 3 বিধায়ককে নিয়ে তাঁর নতুন কমিটিতে স্থান দিয়েছেন । এরা কেউ ইস্তফা না দিয়েই দলত্যাগ করেছেন ৷" তিনি আরও জানান," দেশকে বিরোধীশূন্য করার ষড়যন্ত্র চলছে । একের পর এক নির্বাচিত সরকারকে অপসারিত করা হচ্ছে ৷ এরপর জনগণের রায় না মেনেই রাজ্যপালকে দিয়ে নিজের দলের সরকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী । এটা স্বৈরতন্ত্রের নমুনা ।" তৃণমূল কংগ্রেসের নবগঠিত বিভিন্ন কমিটিতে কংগ্রেস বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে আবদুল মান্নান বলেন, "মুখ্যমন্ত্রী তাঁর দলের পাঁঠা মাথায় কাটবেন না লেজে কাটবেন, সে সিদ্ধান্ত একান্ত তাঁর । কিন্তু, আমার দলের বিধায়কদের সম্পর্কে জানতে চাওয়ার অধিকার আমার রয়েছে । তাঁর দলের পাঁঠাদের তিনি লেজে বা মাথায় কাটতেই পারেন। কিন্তু যাঁরা ইস্তফা না দিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন, তাঁদের কীভাবে বিভিন্ন কমিটিতে জায়গা করে দিলেন মুখ্যমন্ত্রী ? আমার দলে বিধায়করা কেউ পাঁঠা নয় । মুখে গণতন্ত্রের বড়াই করেন মুখ্যমন্ত্রী । নৈতিকতার কথা বলেন । আসলে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নজিরবিহীন কায়দায় স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন । একজন দল ভাঙাচ্ছেন । অপরজন জন দেশের সরকারকে অপসারণ করছেন । আগামী দিনে এই দুই সরকারকে মানুষ সমুচিত জবাব দেবে ৷"