পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পাওনা নিয়ে গোলামালের জেরে ভিন রাজ্যে মৃত্যু শ্রমিকের - chattisgarh

By

Published : Nov 5, 2019, 10:50 PM IST

ছত্তিসগড়ে অনেকদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করতেন বাসিরুল ইসলাম (42) ৷ সেখানে ঠিকাদারদের সঙ্গে পাওনা নিয়ে ঝামেলা হয় বলে অভিযোগ ওই শ্রমিকের পরিবারের ৷ এর জেরে তাঁকে কয়েকজন দুষ্কৃতী মারধর করে ৷ তাঁকে উদ্ধার করে ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে ৷ পরে অবস্থার অবনতি হলে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ গতরাতে তিনি মারা যান ৷ মৃত শ্রমিকের নাম বাসিরুল ইসলাম (42) ৷ তাঁর বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর অঞ্চলের পাপড়পাড়া গ্রামে ৷

ABOUT THE AUTHOR

...view details