খুলল মদের দোকান, স্যানিটাইজারে হাত ধুয়ে পানীয় কিনতে ভিড় - স্যানিটাইজার
সামাজিক দূরত্ব মেনেই লম্বা লাইন ৷ তবে তা নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য নয় ৷ এই লাইন মদ কিনতে ৷ লকডাউনের তৃতীয় দফার প্রথম দিনে শিলিগুড়ির এক মদের দোকানের সামনের এই দৃশ্যটা সবাইকে অবাক করে দেবে ৷ তবে , মদ কেনার সময় নিয়ম মেনেই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মদ কিনছেন ক্রেতারা ৷ দেখুন সেই ভিডিয়ো ...