হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না ; বললেন তৃণমূল সাংসদ - bikash ranjan bhattacharya
হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না । হুঁশিয়ারি দিলেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী । গতকাল শুভাশিসের বাড়িতে ভোট ফলাফলের পর্যালোচনা চলছিল । শুভাশিসবাবু দেখেন চিলেতলা এলাকার তিনটি বুথে বেশি ভোট পেয়েছে BJP । সেখানে মূলত হিন্দুদের বাস । এরপরই তিনি বলেন, "এখানে CPI(M) বেড়েছে অসুবিধা নেই । হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না । ওরা BJP-কে সুবিধা করে দেয় ।" শুভাশিসবাবুর এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল । যদিও শুভাশিস চক্রবর্তী পরে জানিয়েছেন, এই ভাইরাল ভিডিয়োটি সঠিক নয় । একথা তিনি নাকি বলেননি । যদিও BJP নেতারা বলছেন, "এভাবে হিন্দু-মুসলমান করে ভোট হয় না । মানুষ নিজের ক্ষমতা দেখিয়েছে । আগামীতেও দেখাবে ।" Disclaimer - সংশ্লিষ্ট ভিডিয়োটির সত্যতা ই-টিভি ভারত যাচাই করেনি ।
Last Updated : May 31, 2019, 12:17 AM IST