শোভন-বৈশাখির মিছিলে কালো পতাকা, গালিগালাজ - sovon baishakhi at behala
বেহালার পর্ণশ্রীতে রোড শো ছিল শোভন-বৈশাখির । আর তার আগে থেকেই সেখানে কালো পতাকা নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূল সমর্থকরা । শোভন-বৈশাখির গাড়ি আসতে শুরু হয় বিক্ষোভ । কালো পতাকা দেখানো হয় তাঁদের । বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় জমায়েত থেকে । রোড শো চলাকালীন মাইকে 'খেলা হবে' গান চালিয়ে নাচতে থাকে তৃণমূল সমর্থকরা । কালো পতাকার পাল্টা জয় শ্রী রাম ধ্বনি তুলে এগিয়ে যায় বিজেপির বাইক বাহিনী ।