পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জল্পনার মাঝেই বিধায়ক বিশ্বজিৎ দাসের সিম ব্লক - বিশ্বজিৎ দাসের মোবাইলের সিম ব্লক

By

Published : Feb 27, 2021, 10:03 PM IST

বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের ফোনের সিম আচমকাই ব্লক হয়ে যাওয়ায় শোরগোল পড়েছে বিভিন্ন মহলে । ঘটনার পিছনে কোনও অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন বিজেপি বিধায়ক । মোবাইলের দুটি সিম ব্লক হওয়ায় আক্রমণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি । ঘটনার জেরে শনিবার গোপালনগর থানা ও বিএসএনএল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন বিশ্বজিৎ দাস । কিছুদিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচিতে গরহাজির থাকছিলেন বিশ্বজিৎ দাস । তৃণমূলে তাঁর প্রত্যাবর্তন নিয়েও জল্পনা তৈরি হয়েছিল । এরই মধ্যে মতুয়াদের নাগরিকত্ব ইশুতে বনগাঁর বিজেপি সাংসদ ও ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়ান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details