Two Women Clash in Durgapur : বিয়ে করতে অস্বীকার, প্রেমিকের স্ত্রীর সঙ্গে চুলোচুলি মহিলার - Two Women Clash in Durgapur
সাইকেল দোকানের মালিক বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় স্বামীকে ডিভোর্স ৷ তারপর সেই প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় আবেগ ধরে রাখতে না পেরে প্রেমিকের দোকানের সামনে চিৎকার-চেঁচামেচি শুরু করলেন মহিলা ৷ খবর পেয়ে সাইকেল দোকানের মালিকের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছতেই আর এক বিপত্তি ৷ দুই মহিলায় শুরু হল চুলোচুলি (Two Women Clash in Durgapur) ৷ এই ঘটনাকে ঘিরে বুধবার সন্ধ্যায় কার্যত ধুন্ধুমার বাধে দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে । মহিলার অভিযোগ, ওই দোকানের মালিক প্রেমের জালে ফাঁসিয়ে দিনের পর দিন খারাপ কাজ করে গিয়েছে । আর স্বামীকে ডিভোর্স দিতেই এখন তাঁকে বিয়ে করতে অস্বীকার করছে ৷ খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দু'জন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় ।