"জমি সংক্রান্ত বিবাদেই খুন", বনধের প্রতিবাদে রাস্তায় নেমে দাবি তৃণমূল বিধায়কের - bagnan bandh
বনধের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন খোদ বাগনানের বিধায়ক অরুণাভ সেন । আজ বাগনানে BJP-র ডাকা 12 ঘণ্টার বনধ ব্যর্থ করার ডাক দিয়ে কয়েকশো তৃণমূল কর্মী, সমর্থককে সঙ্গে নিয়ে রাস্তায় নামেন তিনি । তাঁর অভিযোগ, "জমি সংক্রান্ত বিবাদের কারণে এই ঘটনা । এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । খুনে অভিযুক্ত নিজেই BJP করে ।"