ছেলে বিজেপিতে, "বেসুরো" তৃণমূল নেতা কানাই রায় - বেসুরো তৃণমূল নেতা কানাই রায়
এবার বেসুরো বহরমপুর পৌরসভার বিদায়ি তৃণমূল কাউন্সিলর তথা দলের সাধারণ সম্পাদক কানাই রায়। গতকালই এই তৃণমূল নেতার ছেলে অভিনেতা কৌশিক রায় কলকাতায় দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন । আর আজ সাংবাদিক বৈঠক ডেকে উলটো সুরেই গাইলেন কানাই রায়। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও এখনই দলত্যাগ করছেন না বলে সাংবাদিক বৈঠকে জানালেন কানাই রায়।