পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"বাংলার নারীদের সুরক্ষা দিতে পারছে না তৃণমূল সরকার": বিজয়া রাহাতকর - কী বললেন বিজয়া রাহাতকর

By

Published : Feb 7, 2021, 5:13 PM IST

"পশ্চিমবঙ্গে মমতা দিদির যে সরকার চলছে সেই সরকার নারীদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ভাবে অসফল । এই রাজ্যে নারীদের কোনও সুরক্ষা নেই, সম্মানও নেই । সবথেকে বেশি গার্হস্থ্য হিংসা হয় এই রাজ্যে । নারীরা এখানে নিজেকে সুরক্ষিত মনে করছে না । আর তাই প্রতিদিন নারীদের উপর অন্যায় ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা ঘটে চলেছে । যে সরকার এসব রুখতে অপারক সেই সরকারকে রেখে কী হবে ! তাই বাংলার জনতা এটাই সিদ্ধান্ত নিয়েছে এই সরকার বাংলায় আর থাকবে না । নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টিকে এনে জনতা পরিবর্তন চায় ।" গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক বিজয়া রাহাতকর এটাই বললেন আসানসোলের একটি দলীয় কর্মসূচিতে এসে ।

ABOUT THE AUTHOR

...view details