পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"ওঁরা আমাদের সুরে সুর মেলাতে পারেনি", শোভন-বৈশাখি প্রসঙ্গে মন্তব্য দিলীপের - Sovon Chatterjee

By

Published : Jan 6, 2021, 12:42 PM IST

"ওঁরা এখনও আমাদের সুরের সঙ্গে সুর মেলাতে পারেনি তো, মিললেই ঠিক হয়ে যাবে ।" আজ পুরুলিয়ায় চায়ে পে চর্চা-য় এসে শোভন-বৈশাখি সম্পর্কে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সম্প্রতি কলকাতা জ়োনের পর্যবেক্ষকের পদ দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে । পদ পাওয়ার পর বিজেপির হয়ে মিছিলে অংশগ্রহণ করার কথা ছিল তাঁর । কিন্তু শেষপর্যন্ত তাঁকে আর মিছিলে দেখা যায়নি। এমনকী বৈশাখি জানিয়েছিলেন, মিছিলে তাঁকে আমন্ত্রণ করা হয়নি । মাঝেমধ্যে তাঁদের এই ধরনের বেসুরো পদক্ষেপ নিয়ে আজ এই মন্তব্য করেন দিলীপ ঘোষ । পাশাপাশি, তৃণমূল নেতাদের বেসুরো হয়ে বিজেপি-তে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "ওই দলে কোনওদিন সুর ছিল না । মানুষ মানতে বাধ্য হয়েছিল । কোনও বিকল্প ছিল না । আমাদের পার্টিতে একটাই সুর চলে । "

ABOUT THE AUTHOR

...view details