পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জে পি নাড্ডা চলে যাওয়ার পর ঝামেলা হবে না তো ? মা কে হারিয়ে আতঙ্কে বিজেপি কর্মীর পরিবার - শোভারানি

By

Published : May 5, 2021, 3:17 PM IST

জগদ্দলে বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আঘাতে মৃত্যু হয় বৃদ্ধা মায়ের ৷ মৃতা শোভারানির পরিবার চান না ঝামেলা বাড়াতে । আজ সেই বাড়িতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ তার প্রস্তুতির মাঝেই আতঙ্কে রয়েছেন মৃতা শোভারানির পরিবার ৷ ভয় একটাই বিজেপির সর্বভারতীয় সভাপতি চলে যাবার পর আবার হামলা হবে না তো ? এখন যে পুলিশ প্রশাসন সঙ্গে আছেন , তখন তাঁরা থাকবেন তো ৷ কোনওভাবেই আর ঝামেলায় জড়াতে চাইছেন না তারা ৷ এমনটাই বললেন মৃতা শোভারানির বড় ছেলে তারক মণ্ডল ৷

ABOUT THE AUTHOR

...view details