তৃণমূল ভবনের সামনে পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ - তৃণমূল ভবনের সামনে পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
স্থায়ীকরণের দাবিতে তৃণমূল ভবনের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাম পঞ্চায়েতের কম্পিউটার অ্যাকাউন্টস অ্যাসিস্টান্ট হিসেবে কর্মরত অস্থায়ী কর্মীরা ৷ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন রাজ্যের 23 জেলার অস্থায়ী কর্মীরা ৷ বিক্ষোভকারী দেবাশিস প্রামাণিক বলেন," আমরা স্থায়ীকরণের দাবি নিয়ে একাধিকবার বিক্ষোভ দেখালেও তা মানা হয়নি ৷ তাই সেই দাবিপূরণের কথা মুখ্যমন্ত্রীকে জানাতেই তৃণমূল ভবনে এসেছি ৷"কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় তৃণমূল ভবনের সামনেই দলীয় পতাকা হাতে তাঁরা বিক্ষোভ দেখাতে থকেন ৷ দাবি না মানলে তাঁরা স্বেচ্ছায় মৃত্যুবরণেরও হঁশিয়ারি দিয়েছেন ৷