রুদ্রনীল একটা লোভী, কোনও অভিনেতাই নন : সৌগত - সৌগত রায়
দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ । তাঁর এই দলবদল নিয়ে সৌগত রায় কটাক্ষের সুরে বলেন, "রুদ্রনীল একটা লোভী, ফেকলু ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 1 লাখ টাকার চাকরি পেয়েছিল ৷ টাকা নেওয়া হয়ে গিয়েছে তাই চলে গিয়েছে ৷ এখন বিজেপি-র থেকে টাকা নিয়ে ছেড়ে দেবে ৷ ও কোনও অভিনেতাই নয় ৷"