Subrata Mukherjee : একডালিয়ায় সুব্রত স্মরণে কুণাল-মদন-দেবাশিস - মদন মিত্র
আজ একডালিয়া এভারগ্রীন ক্লাব প্রাঙ্গনে সুব্রত মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান হল ৷ ক্লাবের সদস্য থেকে শুরু করে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতারা ৷ প্রিয় নেতার স্মৃতিচারণায় তৃণমূল সাংসদ কুণাল ঘোষ-সহ বিধায়ক মদন মিত্র ও কলকাতা পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার ৷