পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শোভনের সিরোসিস অফ লিভার হয়নি, দাবি ক্ষুব্ধ বৈশাখীর - Shovon chatterjee did not have cirrhosis of the liver, said the angry Baishakhi banerjee

By

Published : May 22, 2021, 6:25 PM IST

Updated : May 22, 2021, 8:30 PM IST

শোভন চট্টোপাধ্যায়ের সিরোসিস অফ লিভার হয়নি । আজ এমনটাই দাবি করেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় । শনিবার এসএসকেএম হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি । বৈশাখী বলেন, ‘‘এই সংক্রমণকালে অযথাই শোভন চট্টোপাধ্যায়কে আটকে রাখা হয়েছে এখানে। প্রেসিডেন্সি কারাগারের হাসপাতালের আধিকারিক জানিয়েছেন, এসএসকেএম-এর সুপার আবার বলছেন যে জেল সুপারের অনুমতি লাগবে । তাঁর অভিযোগ, "কোনও এক অদৃশ্য অঙ্গুলি হেলনে শোভনবাবুকে এখানে আটকে রাখা হয়েছে ।" তাই আজ হাসপাতালে এসেই সুপারের সঙ্গে দেখা করতে যান বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
Last Updated : May 22, 2021, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details