কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মালদায় সড়ক অবরোধ সিআইটিইউ-র - রবীন্দ্রভবন এলাকার রেগুলেটর মার্কেট
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাল সিআইটিইউ ৷ মালদায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা ৷ ঘণ্টাখানেকের অবরোধের জেরে যানজট তৈরি হয় এলাকায় ৷ সংগঠনের জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন ৷ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে ৷ রবীন্দ্রভবন এলাকার রেগুলেটর মার্কেটে চলে এই প্রতিবাদ মিছিল ৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যতদিন না কৃষকদের দাবি মানছে ততদিন বিভিন্ন স্থানে এই বিক্ষোভ মিছিল চলতে থাকবে ৷