48 ঘণ্টা পরও দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতি হয়নি, জলসংকট - durgapur barrage
আজ থেকে দুর্গাপুর ব্যারেজের লকগেট সারাইয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছে সেচ দপ্তর ৷ শনিবার সকালে ব্যারেজের 31 নম্বর লকগেটের নিচের অংশ বেঁকে যায় ৷ যার জেরে হু হু করে ব্যারেজের জমা জল বেরোতে শুরু করে ৷ সমস্ত জল না বেরোনো পর্যন্ত ওই লকগেট সারাই করা সম্ভব নয় বলে জানিয়েছে সেচ দপ্তর ৷ ইতিমধ্যে ওই লকগেটে যাতে পুনরায় জল না জমে তার জন্য গতরাত থেকে বালির বস্তা দিয়ে এলাকা ঘিরে দেওয়ার কাজ চলছে ৷