রাজ্যে সরকারের বেশিরভাগ মন্ত্রীকে মাফিয়া বলে সমালোচনা রাজু বন্দ্যোপাধ্যায়ের - রাজ্যে সরকারের বেশিরভাগ মন্ত্রী মাফিয়া
এই রাজ্যে সরকারের বেশিরভাগ মন্ত্রীই চোর। আর তাঁরা ছয় মাস লালবাতি চাপবেন। তারপরেই এসব মাফিয়াদের বিচার হবে। শনিবার এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে BJP রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এভাবেই এক হাত নিলেন তৃণমূলের নেতা মন্ত্রীদের। মঞ্চ থেকে তিনি বলেন,"একটু আগে কার্যকর্তারা বললন, এখান দিয়ে লাল বাতি জ্বালিয়ে কিছুক্ষণ আগে মন্ত্রী স্বপন দেবনাথ গেলেন। আমি তাঁকে মন্ত্রী বলি না। আমি ক্রিমিনাল বলি, মাফিয়া বলি। তাঁর এলাকায় গিয়ে তাকে আমি ক্রিমিনাল বলেছিলাম বলে মামলা করেছিলেন। হুমকি দিয়েছিল বর্ধমান ঢুকতে দেবেন না। তারপরে প্রথম যে সভা করেছিলাম সেটা বর্ধমানের মেমারিতে। কেউ কিছু করতে পারেনি। কারও হিম্মত থাকলে আমাকে আটকে রেখে দিক।"