পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিশাল আকারের পাইথন উদ্ধার গোপীবল্লভপুরে - সাপ উদ্ধার

By

Published : Jun 29, 2021, 9:14 PM IST

গোপীবল্লভপুরের বাকড়া গ্রামে উদ্ধার বিশাল আকারের পাইথন । উদ্ধার হওয়া পাইথনটি লম্বায় প্রায় 7-8 ফুট, ওজন প্রায় 10 কেজি ৷ মঙ্গলবার সকালে স্থানীয় দুজন মহিলা বাকড়া গ্রামের পূর্ব পাশের ক্যানেল পাড়ে । গরু চরাতে যাওয়ার সময় খেজুর গাছে সাপটিকে দেখেন । সঙ্গে সঙ্গে বন বিভাগে খবর দেওয়া হয় । পরে বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন ।

ABOUT THE AUTHOR

...view details