পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Purnendu Bose at Chinsurah : ভুল যা ছিল শুধরে নিয়েছি, ভোটলুটের রাজনীতি আর চলবে না : পূর্ণেন্দু বসু - Purnendu Bose at Chinsurah

By

Published : Dec 28, 2021, 10:58 PM IST

ভোটলুটের রাজনীতি এই বাংলায় আর চলবে না । একটু আধটু ভুল যা হয়ে গিয়েছে তা আমরা শুধরে নিয়েছি । চুঁচুড়ায় তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের একটি সমাবেশে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন কিষাণ ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু (Purnendu Bose at Chinsurah) ৷ এছাড়াও পৌরসভা ভোটে দলীয় কর্মীদের পূর্ণেন্দু বসুর উপদেশ, ভুল করলে মানুষের কাছে গিয়ে তা স্বীকার করুন । ঘরে ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা আর মোদির খারাপ কাজের কথা তুলে ধরুন ৷

ABOUT THE AUTHOR

...view details