লকডাউনে হাওড়া স্টেশনে নেমে ভোগান্তি যাত্রীদের - হাওড়া স্টেশনের বাইরে সরকারি বাস পরিষেবা
রাজ্য শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ । ফের কড়াকড়ি হয়েছে লকডাউনে । আর এরই মধ্যে আজ হাওড়া স্টেশনে এসে পৌঁছায় রাজধানী এক্সপ্রেস । কিন্তু সংক্রমণ মোকাবিলায় বন্ধ গণ পরিবহন । প্রশাসনের তরফে তাই বেশ কিছু সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে আগত যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য । কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি । কেউ বাস পেলেন, আবার কাউকে দীর্ঘসময় অপেক্ষা করতে হল বাসের জন্য । পুলিশের তরফে যদিও বলা হচ্ছে বাস পাওয়া যাবে, কিন্তু কখন মিলবে সেই বাস? সেই নিয়েই চিন্তায় প্রতীক্ষারত যাত্রীরা ।