Vulgar Dance : চটুল নাচের আসরে পুলিশি হানা, ধৃত 25 - বনগাঁ
মধ্যরাতে পৃথক দু‘টি এলাকায় খোলা মঞ্চে চলছে চটুল নাচের আসর । নাচছেন অর্ধনগ্ন যুবতীরা । নাচের তালে কোমর দোলাচ্ছে এলাকার মদ্যপরা । খবর পেয়ে দু‘টি এলাকায় অভিযান চালিয়ে উদ্যোক্তা ও নৃত্যশিল্পী-সহ মোট 25 জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের মধ্যে পাঁচজন নাবালিকা বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের মানিককোল ও দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঠালতলা এলাকায় । শুক্রবার সকালে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হলে সেখানে পকসো বিভাগ বন্ধ থাকায় শনিবার ফের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পকসোর আইনজীবী শমীক দাস ।