বনধ সমর্থনকারীদের লাঠিপেটা পুলিশের, দুর্গাপুরে গ্রেপ্তার 50 - durgapur
দুর্গাপুরে বনধ সমর্থনকারীদের বেধড়ক লাঠিপেটা পুলিশের । 2 নম্বর জাতীয় সড়কের DVC মোড় অবরোধ করেন CPI(M) নেতা-কর্মীরা । অবরোধকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ । এরপর CPI(M) নেতা পঙ্কজ রায় সরকার সহ 50 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।