পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

স্কুটারে চেপে দেশভ্রমণ, সঙ্গী কে জানেন ? - তীর্থযাত্রা

By

Published : Jun 10, 2019, 10:08 AM IST

2018 সালে 16 জানুয়ারি মাকে তীর্থযাত্রা করানোর জন্য বাড়ি ছেড়ে বেড়িয়েছিলেন । এখনও পর্যন্ত 38 হাজার 920 কিলোমিটার যাত্রা করেছেন । তিনি কর্নাটকের একদাকুটুম্বের বাসিন্দা ব্রহ্মচারী ডি কৃষ্ণকুমার । ইতিমধ্যেই তিনি কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ , তেলেঙ্গনা, মহারাষ্ট্র, গোয়া, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও নেপালের তীর্থস্থানগুলি ঘুরেছেন মা চুরা রত্নাকে নিয়ে । ডি কৃষ্ণকুমার বলেন, "কথা প্রসঙ্গে মায়ের মুখে শুনেছিলাম বাড়ি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে বেলুরহরেবির দর্শণে যেতে পারেননি । সংসারের কাজ করেই দিন কেটেছিল তাঁর । সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম মাকে নিয়ে তীর্থ করতে বের হব । এরপরই চাকরি ছেড়ে বাবার দেওয়া স্কুটার নিয়ে বেড়িয়ে পড়ি তীর্থে ।" দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details