AMC Election 2022 : ‘উনি কে ? চিনি না তো !’ বিজেপির রাজ্য সভাপতিকে চিনতেই পারলেন না আসানসোলবাসী - People of Asansol fail identify Sukanta Majumdar
আসানসোলে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তাতে উচ্ছ্বসিত বিজেপির কর্মী-সমর্থক থেকে শুরু করে জেলার নেতারা । কিন্তু এই প্রচার সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলবে ? সুকান্ত মজুমদার জনসংযোগ করলেন, নমস্কার বিনিময়ও করলেন মানুষজনের সঙ্গে । কিন্তু তাঁকে চিনতে পারলেন না 90 শতাংশ মানুষই (Sukanta Majumdar in Asansol) ৷
Last Updated : Feb 8, 2022, 9:25 PM IST