করোনাবিধিকে উপেক্ষা করে উল্টো রথের জমায়েত কামারহাটিতে - তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
করোনাসংক্রমণ আগে নাকি জগন্নাথ দেবের বাড়ি ফেরা ? শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ দেবের রথ ৷ দূরত্ববিধি শিকেয় তুলে, মাস্ক ছাড়া অনুষ্ঠানে নাচে, গানে মেতে উঠেছেন ভক্তবৃন্দ ৷ চলছে প্রসাদ বিতরণ ৷ করোনাবিধিকে উপেক্ষা করে উল্টো রথের জমায়েত কামারহাটিতে । আর এই সমাবেশে দেখা মিলল স্থানীয় পৌর প্রশাসক, তৃণমূল নেতাদের ৷ বেলঘড়িয়ার রথতলা ডাঃ বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং পৌর প্রশাসক মণ্ডলীর স্বাস্থ্য বিভাগের সদস্য বিমল সাহার উদ্যোগে আয়োজিত হয়েছিল উল্টো রথের উৎসব ৷ এসেছিলেন 10 হাজারেরও বেশি মানুষ ৷ তাদের মধ্যে পুরী থেকে আনা মহাপ্রসাদ-সহ পোলাও, মিষ্টি বিতরণ চলছিল । করোনা আবহে এই দৃশ্য নিয়ে প্রশ্ন করা হলে বিমল সাহা জানান, জগন্নাথ মহাপ্রভু যেখানে আছেন, সেখানে কোনও কিছু দরকার হয় না ৷ তাঁর মতে "আমাদের ঠাকুরই বাঁচাবে, ঠাকুরই মারবে ৷" উৎসবে যোগ দিয়েছিলেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, "আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ৷ ইদের সঙ্গে একই দিনে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ৷ জাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছুর বেড়া ভেঙে মানুষকে এক করেছিলেন জগন্নাথদেবের পরম ভক্ত শ্রীচৈতন্য ৷ আজ উল্টোরথ, কাল ইদ, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ৷" তাই এতে মানুষে মানুষে বেঁধে থাকবার ধারাবাহিকতা প্রমাণিত হয় বলে মনে করেন তিনি ৷ উৎসবে হাজির আরেক তৃণমূল নেতা তাপস রায় পেগাসাস নিয়ে বিজেপি সরকারের ভূমিকাকে অসভ্যতা, সংবিধান বিরোধী, মৌলিক অধিকার বিরোধী ৷ এখুনি এর তদন্ত করে উচ্চপর্যায়ের শাস্তি একমাত্র বলে জানিয়েছেন তিনি ৷ বিজেপি সরকার বেশি দিন থাকলে দেশটাকে বিক্রি করে দেবে, তাই 2024-এ যাতে তারা যায়, তার ব্যবস্থা করতে বাংলার এবং ভারতের মানুষকে জানিয়েছেন তৃণমূল নেতা তাপস রায় ৷