পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পানাগড়ে ATM ভাঙচুর করে টাকা লুটের অভিযোগ - দুর্গাপুর

By

Published : Mar 13, 2020, 4:13 PM IST

কাঁকসার পানাগড়ের রেলপার এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ এক গ্রাহক টাকা তুলতে গিয়ে দেখেন CCTV ক্যামেরা খোলা ৷ ATM-এর নিচের ড্রয়ারের লক খোলা । আর তা দেখেই সন্দেহ হয় যে রাতের অন্ধকারে কেউ হয়তো ATM ভেঙে টাকা লুটপাট করেছে । এরপর কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয় । কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছান ৷ ব্যাঙ্কের আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছান ৷ তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details