হাওড়ায় স্বাভাবিক রয়েছে জনজীবন - bangla bandh
বামেদের ডাকা 12 ঘণ্টার বাংলা বনধের আপাতত কোনও প্রভাব পড়েনি হাওড়া স্টেশন ও হাওড়া ব্রিজ চত্বরে । অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে ট্যাক্সি ও অন্যান্য যান চলাচল । গতকাল বামেদের নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ চলে ও জলকামান ছোড়ে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । তারই প্রতিবাদে আজ বামেরা রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেয় ।