পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Birth Anniversary of Netaji : ছুটি নয়, বেশি করে কাজ করুন; নেতাজির জন্মদিনে বার্তা সুকান্তের - Birth Anniversary of Netaji

By

Published : Jan 23, 2022, 1:19 PM IST

নেতাজির সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতেও (125th Birth Anniversary of Netaji Subhas Chandra Bose) জারি বিজেপি ও রাজ্য সরকারের তরজা ৷ ফের কেন্দ্রের কাছে নেতাজির জন্মজয়ন্তীকে জাতীয় ছুটি ঘোষণা করার আবেদন জানিয়েছে রাজ্য ৷ যা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, নেতাজি কর্মে বিশ্বাস করতেন ৷ তাই তাঁর জন্মজয়ন্তীতে ছুটি পালন না করে, দেশের স্বার্থে বেশি করলে প্রকৃত সম্মান জানানো হবে নেতাজিকে ৷ পাঠক্রমেও নেতাজিকে নিয়ে আরও বেশি তথ্য থাকা উচিত বলে তৃণমূলের কুণাল ঘোষের সঙ্গে সহমত পোষণ করেন সুকান্ত ৷ এদিন জাতীয় পতাকা উত্তলনের পর নেতাজির ছবিতে মালা দিয়ে তাঁকে সম্মান জানান, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Netaji Subhas Chandra Bose 125th Birth Anniversary Celebrate by State BJP) ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details