পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জল থইথই রায়দিঘি, গৃহহীনদের দ্রুত ঘরে ফেরানোর আশ্বাস বিধায়কের - cyclone yaas

By

Published : May 30, 2021, 8:27 AM IST

ঘূর্ণিঝড় যশের প্রভাবে রায়দিঘির মনি নদীতে প্রবল জলোচ্ছাসে বাঁধ ভেঙে একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে । গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। গতকালই রায়দিঘির ক্ষতিগ্রস্ত নদীবাঁধ পরিদর্শনে আসেন দক্ষিণ 24 পরগণার জেলা সভাপতি সামিমা শেখ, দক্ষিণ 24 পরগনা তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীসহ বায়দিঘির বিধায়ক অলোক জলদাতা । ক্ষতিগ্রস্ত হয় কণকণদিঘির পূর্ব শ্রীধরপুর, শীতলমাইতি সহ একাধিক এলাকা । সরেজমিনে এলাকা পরিদর্শন করেন স্থানীয় তৃণমূলের নেতা নেতৃত্বরা । সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে, তাদের সমস‍্যা সমাধানের আশ্বাস দেন।

ABOUT THE AUTHOR

...view details