বেলঘরিয়ায় দোকানবাজার বন্ধ, লকডাউনে রাস্তায় আনাগোনা লোকজনের - কামারহাটি পৌরসভা
কোরোনা থাবা বসিয়েছে কামারহাটি পৌরসভা অঞ্চলে । উত্তর 24 পরগনায় মারণ এই ভাইরাসের দাপট দিন দিন বাড়ছে । জেলায় তাই নতুন করে এলাকা ভিত্তিক লকডাউন জারি করা হয়েছে । কামারহাটি পৌরসভার যেসব অঞ্চলে কোরোনা আক্রান্ত মিলেছে সেগুলি হল, ফিডার রোড, ওল্ড নিমতা রোড, দুই নম্বর রেল গেট, টেক্সম্যাকো কারখানা সংলগ্ন তিন নম্বর রেল গেট, ঘোলা রোড । দুই নম্বর রেলগেট সংলগ্ন আবাসনে 5 জন আক্রান্ত হয়েছেন । আবাসনটি সিল করে দেওয়া হয়েছে । বৃহস্পতিবার থেকে জারি হওয়া নয়া লকডাউনে মিশ্র চিত্র দেখা গেল বেলঘরিয়ায় । এলাকার দোকানগুলি বন্ধ । কিন্তু, রাস্তায় লোকজনের দেখা মিলল ।