ঘূর্ণিঝড় যশ-এর সতর্কতায় মাইকিং কাঁকসায় - cyclone Yass
23 থেকে 26 মের মধ্যে দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে ৷ তাই পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের কৃষি দফতরের পক্ষ থেকে মাইক দিয়ে এলাকায় প্রচার চালানো হল । কাঁকসার বেশিরভাগ এলাকা কৃষিভিত্তিক । তাই কৃষি দফতরের উদ্যোগে এই বার্তা দেওয়া হয়েছে ।অনেকের পাকা ধান মাঠে রয়ে গিয়েছে । তাই দ্রুত যাতে তা কেটে নেওয়া হয় এমন কথাও বলা হয় । এছাড়াও কাঁকসার জঙ্গলমহলে ঘন অরণ্যের কোলে থাকা গ্রামগুলিকেও সচেতন করা হয়েছে ।