মমতার পদযাত্রার দীর্ঘ পথ হল জীবাণুমুক্ত, স্যানিটাইজ বর্ষণ দেখল শহর
মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ যাত্রার পথ জীবাণুমুক্ত করা হল ৷ তাঁর প্রতিবাদ মিছিলের জন্য বিড়লা প্লানেটরিয়াম থেকে গান্ধি মূর্তি পাদদেশ পর্যন্ত দীর্ঘ রাস্তা স্যানিটাইজ করল কলকাতা পৌরসভা। আজ সকালে অত্যাধুনিক স্যানিটাইজার মিস্ট মেশিনের মাধ্যমে সম্পূর্ণ রাস্তা জীবাণুমুক্ত করা হয়। স্যানিটাইজারের জলে যেন অকাল বর্ষণ দেখল শহরের মানুষ। হাথরসের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।