পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কালীঘাট থেকে যাত্রা শুরু আর কালীঘাটেই যাত্রা শেষ হবে মমতার : রাহুল সিনহা - মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট থেকে যাত্রা শুরু

By

Published : Aug 12, 2020, 8:41 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট থেকে যাত্রা শুরু আর কালীঘাটেই যাত্রা শেষ হবে । 2021 সালে উপান্নতে থাকতে পারবেন না । আজ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন BJP নেতা রাহুল সিনহা । 2016 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই মহাকরণ সংস্কারের কাজ চলছে । প্রায় 10 বছর কেটে গেলেও এখনও সংস্কারের কাজ শেষ হয়নি । এই প্রশ্নের উত্তরে রাহুলবাবু বলেন, "দেখুন ব্যাপারটা হচ্ছে মহাকরণ থেকে উনি নবান্নতে গিয়েছেন। নবান্ন থেকে উনি উপান্নতে যাবেন। উপান্ন থেকে উনি কালিঘাটান্নতে যাবে। ধাপে ধাপে মুখ্যমন্ত্রীর যাত্রাটা কালীঘাটে শেষ হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details