Kanchan Mullick : মমতা বন্দ্যোপাধ্যায় অক্সিজেন, খাবি খাওয়া মাছের মতো সব ফিরে আসছে : কাঞ্চন - মমতা বন্দ্যোপাধ্যায়
টলিউড অভিনেতা এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) গলাতেও শোনা গেল রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)-প্রবীর ঘোষালদের (Prabir Ghoshal) বিরুদ্ধে তোপ ৷ পাশাপাশি মমতাকে (Mamata Banerjee) দলের অক্সিজেনের সঙ্গে তুলনা করলেন ৷ এদিন তিনি বলেন, ‘'রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে চাই না । তবে আমাদের দলটা একটা অক্সিজেন পার্লার । আর অক্সিজেন সিলিন্ডারের নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁকে ছেড়ে গেলে অক্সিজেনের অভাব হবেই ৷ যাঁরা দলে থেকে বলছেন দম বন্ধ হয়ে আসছে, তাঁদের চ্যালেঞ্জ করে বলছি অন্য কোনও দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অক্সিজেনে পার্লার পাবেন না ।তাই খাবি সব খাওয়া মাছের মতো ফিরে আসছে ।'’ তবে কাঞ্চন এও বলেন, ‘'আমি তো তাঁদের সঙ্গে পার্টিতে ছিলাম না । এটা তাঁদের ব্যাপার, নীতিগত ব্যাপার । তাঁরা ফিরে এসেছেন, আমরা স্বাগত জানাই ।’'