পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সরকারি হোমগুলিতে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে, অভিযোগ লকেটের

By

Published : Jan 7, 2021, 8:47 AM IST

চুঁচুড়ার একটি হোমে ছাত্রীকে সেফটিপিন দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠার পর সেখানে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "সরকারি হোমগুলির উপর মানুষের ভরসা থাকে। কিন্তু সেই সরকারি হোমে শারীরিক নির্যাতন চলছে । সেফটিপিন দিয়ে একটা বাচ্চা হাতে নাম লিখছে । আশপেশে সবাই আছে কিন্ত সবাই শুনেও না শোনার ভান করছে ৷" আবাসিকদের ভয়ে চিৎকার করতেও পারবে না ৷ একটা সরকারি হোমে এই ধরনের ঘটনা ঘটবে কেন ? তিনি আরও বলেন, "সরকারি হোমগুলিতে একটা চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে ৷ এই চক্রান্তের সমূলে বিনাশ করতে হবে ৷ লিলুয়া বলুন বা পুরুলিয়া এই ঘটনা ঘটেই চলেছে। 2012-তে ধনেখালি হোমেও শারীরিক অত্যাচার করে মেরে দেওয়া হয়েছিল এক আবাসিককে । প্রশাসন চুপ করে বসে আছে। হোমগুলিতে এই নারকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার । যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত ।

ABOUT THE AUTHOR

...view details