পুরানো ফলাফলের ভিত্তিতে আসন বণ্টন নিয়ে আলোচনা বামফ্রন্টে - মুজাফফর আহমেদ ভবন
সবক'টি বাম শরিক দলকে নিয়ে আজ আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে বৈঠক করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । কোনওরকম ভুল বোঝাবুঝি, আসন বন্টন নিয়ে মতানৈক্য সামলে বিমান বসু হাসিমুখে ধৈর্য্য না হারিয়ে সফল বৈঠক করলেন । এমনটাই জানান শরিক দলের এক সম্পাদক । আজ বৈঠকের মূল বিষয় ছিল- বামফ্রন্টের গতবারের সমস্যা মিটিয়ে নেওয়া । অতীত নির্বাচনের ফলাফল দেখে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে শরিক দলগুলির আসন বণ্টন নিয়েও আলোচনা হয় আজকের বৈঠকে । CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI, RSP, ফরওয়ার্ড ব্লক সহ সবকটি বাম দলের প্রতিনিধি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। শরিক দলের সক্রিয়তা কোন জেলায় কত বেশি তার ওপর নির্ভর করে আসন বন্টন করা হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। অতি সাবধানে আসন বন্টন করা হবে। কংগ্রেসকে না চটিয়ে ঐক্য টিকিয়ে রাখার জন্য নমনীয় হবে বামফ্রন্ট। আজকের বৈঠকে তেমনি বার্তা মিলেছে।