সুষ্ঠুভাবে বইমেলা সম্পন্ন করতে তৈরি গিল্ড, সক্রিয় পুলিশও - বইমেলা
29 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷ তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, "নিরাপত্তা এবছর একটা বড় ইশু ৷ মেলা প্রাঙ্গণে কোনও র্যালি বা বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না ৷ কারণ আমরা কোনও বিতর্কে জড়াতে চাই না ৷ তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ৷ "
Last Updated : Jan 25, 2020, 2:45 PM IST