ফের সন্ত্রাস তৈরির জন্য জঙ্গলমহলে ছত্রধরকে বেছে নিয়েছেন দিদি : খগেন মুর্মু - ছত্রধর মাহাতকে আক্রমণ খগেন মুর্মুর
"জঙ্গলমহলে ফের সন্ত্রাস তৈরির জন্য ছত্রধর মাহাতকে "দুয়ারে সরকার" কর্মসূচিতে বাড়ি বাড়ি পাঠানোর জন্য বেছে নিয়েছেন দিদি ।" পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এই ভাষাতেই আক্রমণ করে বললেন বিজেপি নেতা খগেন মুর্মু ৷ তিনি আরও বলেন, "দিনের পর দিন তৃণমূলের দুর্নীতিতে আদিবাসীরা সম্পূর্ণভাবে অসংরক্ষিত । আদিবাসীদের বিভিন্ন প্রকল্পের টাকা লুট করছে তৃণমূল সরকার ।"