কোরোনা বিধি মেনে কল্পতরু পালন কামারপুকুরে - Kalpataru festival
শুক্রবার সকাল থেকেই ভক্তদের সমাগম কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন চত্বরে। অন্যান্য বছরের তুলনায় এবছর সেই অর্থে কল্পতরু উৎসবে পর্যটকের ঢল নামেনি কামারপুকুরে। স্বাস্থ্যবিধি মেনেই সকাল সাড়ে আটটা থেকে 11টা ও বিকেল তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত গেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রথমে থার্মাল স্ক্রিনিং তারপর হাত স্যানিটাইজ় করে ভক্তদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এছাড়া এ বছর ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। পরিবর্তে দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হয় শুকনো প্রসাদ। গেস্ট হাউজ়ও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ।
Last Updated : Jan 1, 2021, 1:13 PM IST