পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শতাব্দী বিধানসভা নির্বাচনের প্রচারে নামতে চাইলে নামবেন : অনুব্রত - anubrata mandal

By

Published : Jan 16, 2021, 11:06 PM IST

"শতাব্দী বিধানসভা নির্বাচনে প্রচারে নামতে চাইলে নামবেন ।" আজ রামপুরহাট 2 নম্বর ব্লকের হাঁসন বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুর হাই স্কুল মাঠের একটি জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । সাংবাদিকরা প্রশ্ন করেন, অনেকেই বলছেন শতাব্দী রায়কে দেখতে পাওয়া যাচ্ছে না ? উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "কোরোনা হয়েছিল ওই জন্য আসতে পারেননি ।" পাশাপাশি এদিন এটাও স্পষ্ট করে দেন, "নেতাদের কোনও দাম নেই । নেতাদের দাম দু'পয়সা, কর্মীরাই আসল কথা।"

ABOUT THE AUTHOR

...view details